“এক কোটি রোহিঙ্গা কোথায়?” খসড়া ভোটার তালিকায় নাম বাদ যেতেই বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া নিয়ে দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছিল বিজেপি। সম্প্রতি খসড়া ভোটার তালিকা (SSR) প্রকাশিত হওয়ার পর এই ইস্যুতে পাল্টা আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নেমে তিনি দাবি করেন, বিজেপির করা ‘১ কোটি অনুপ্রবেশকারী’র গল্প খোদ নির্বাচন কমিশনই খারিজ করে দিয়েছে।

অমিত শাহ ও বিএসএফ-কে তোপ: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা বাংলাকে অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে অপমান করেছিলেন, তাঁদের উচিত মানুষের কাছে কান ধরে উঠবোস করে ক্ষমা চাওয়া। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার পাহারা দিচ্ছেন, তাঁর অধীনে থাকা বিএসএফ কী করছিল? যদি অনুপ্রবেশকারী থাকে, তবে তার দায় কেন্দ্রের।”

অভিষেকের যুক্তির ৪টি প্রধান দিক:

  • স্বাভাবিক নাম বাদ: অভিষেক জানান, প্রতিবারই ভোটার তালিকা সংশোধনের সময় দেড় থেকে দুই শতাংশ মৃত ভোটারের নাম বাদ যায়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

  • বিজেপির দাবি বনাম বাস্তব: বিজেপি দাবি করেছিল ১ কোটি নাম বাদ যাবে, কিন্তু খসড়া তালিকায় সেই সংখ্যা মেলেনি। অভিষেক প্রশ্ন করেন, “বিজেপির সেই গল্প বলা ১ কোটি রোহিঙ্গা কোথায় গেল?”

  • ফাইনাল তালিকার অপেক্ষা: আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের হবে। ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ পর্ব মিটলে তবেই আসল চিত্র স্পষ্ট হবে বলে তিনি জানান।

  • সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন: সীমান্তে বাক্স-প্যাটরা নিয়ে বাংলাদেশিদের লাইনের ছবি প্রসঙ্গে অভিষেক বলেন, সুরক্ষা বজায় রাখার দায়িত্ব বিএসএফ-এর, রাজ্য প্রশাসনের নয়।

প্রেক্ষাপট: ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে প্রায় ৫৪ লক্ষ নাম বাদ গিয়েছে বলে খবর। উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার গুঞ্জনের মধ্যেই অভিষেকের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। তৃণমূল সাংসদের দাবি, বিজেপি কেবল ভোটের স্বার্থে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy