একবালপুর লেনে এক গৃহবধূর অ্যাসিড খেয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। বছর ৪৮-এর নাসিমা বেগমের মৃত্যুর নেপথ্যে চরম মানসিক নির্যাতন ও প্ররোচনার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মহিলা ও পুরুষ দুই-ই।
পরিবারের অভিযোগ, জাভেদ একবাল, মহম্মদ ওয়াসিমসহ ৫ জন মিলে দীর্ঘদিন ধরে নাসিমাকে মানসিকভাবে তিল তিল করে শেষ করে দিচ্ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরেই মঙ্গলবার সকালে অ্যাসিড পান করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, মৃতার মোবাইল ফোন ও অ্যাসিডের পাত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি পরিকল্পনামাফিক মৃত্যুর পথে ঠেলে দেওয়া, তা খতিয়ে দেখছে পুলিশ।