“একটিও বৈধ নাম যেন বাদ না যায়”, বাঁকুড়ায় দলীয় কর্মীদের কড়া নির্দেশ মানস ভুঁইঞার

ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়ে বিএলও ও দলীয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের রাজ্য নেতা মানস ভুঁইঞা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, কোনোভাবেই যেন কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, শুনানির দিন তাঁদের নথিপত্র গুছিয়ে দিয়ে সাহায্য করার নির্দেশ দেন তিনি।

মানস ভুঁইঞাকে বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। কর্মীদের সতর্ক করে তিনি বলেন, এসআইআর-পরবর্তী কাজগুলি অত্যন্ত কঠিন, তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র জিতেন্দ্র তেওয়ারির শিল্প সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি জানান, রাজ্য সরকার সঠিক পথেই এগোচ্ছে, বিজেপি কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy