একই ফ্যানে ঝুলছে দুই বন্ধু! মালবাজারে ভাড়া ঘরে ৩ দিনেই মর্মান্তিক পরিণতি, ঘনাচ্ছে রহস্য।

একই ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে দুই বন্ধুর দেহ। মালবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের বয়ের বস্তি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনায় দানা বাঁধছে রহস্য। মৃত দুই যুবকের পরিচয় পাওয়া গিয়েছে— ২০ বছর বয়সী সঞ্জীব বর্মন (ফালাকাটা, আলিপুরদুয়ার) এবং ২১ বছর বয়সী অনুপ রায় (মেটেলি, জলপাইগুড়ি)। বাড়ির মালিক জয় প্রকাশ পণ্ডিতের ঘরে মাত্র তিনদিন আগে তাঁরা ভাড়া হিসেবে এসেছিলেন।

ঘটনায় রহস্য আরও বাড়ছে কারণ, সঞ্জীব বর্মন গত ১৫ তারিখ থেকেই বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ফালাকাটা থানায় তাঁর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। পুলিশ মোবাইলের লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে সঞ্জীব মালবাজার এলাকায় রয়েছেন। কিন্তু পুলিশ তাঁর নাগাল পাওয়ার আগেই উদ্ধার হলো তাঁর ঝুলন্ত দেহ। এত কম বয়সে দুই বন্ধুর এই চরম পরিণতির কারণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মালবাজার মহকুমার এসডিপিও রসোন প্রদীপ দেশমুখ জানিয়েছেন, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। মাত্র তিন দিনের ভাড়াটের এমন রহস্যময় মৃত্যুতে হতবাক বাড়ির মালিক ও এলাকাবাসীরা। কেন তাঁরা নিজেদের এলাকা ছেড়ে লুকিয়ে মালবাজারে ভাড়া ঘর নিয়েছিলেন, এখন সেটাই পুলিশের প্রধান তদন্তের বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy