উন্নাও ধর্ষণকাণ্ডে বড় মোড়! কুলদীপ সেঙ্গারের জামিনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। দিল্লি হাইকোর্ট তাঁর যাবজ্জীবন সাজা রদ করে জামিন দিলেও, সোমবার সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্টের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সোমবার সেই মামলার শুনানিতেই স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়।

২০১৭ সালের এই চাঞ্চল্যকর মামলায় দিল্লির এক নিম্ন আদালত কুলদীপ সেঙ্গারকে অপহরণ, ধর্ষণ ও পকসো আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সেই সাজা মকুব করে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। এই খবর সামনে আসতেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। খোদ নির্যাতিতা এবং তাঁর পরিবার দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের দাবি ছিল, কুলদীপ সেঙ্গার বাইরে থাকলে তাঁদের প্রাণের ঝুঁকি রয়েছে। নির্যাতিতার স্পষ্ট অভিযোগ ছিল, “এই ব্যক্তি আমার বাবাকে খুন করিয়েছেন, উনি ছাড়া পেলে আমরা কেউই নিরাপদ নই।”

জনরোষ এবং নির্যাতিতার আশঙ্কার মাঝেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত শুক্রবার সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করে। আজ শুনানির পর সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, আপাতত জেলেই থাকতে হবে সেঙ্গারকে। শীর্ষ আদালতের এই পদক্ষেপে কিছুটা হলেও আশার আলো দেখছেন নির্যাতিতা ও মানবাধিকার কর্মীরা। আপাতত মামলার পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে সব পক্ষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy