উদ্বোধনের পর থেকেই অন্ধকারে ৭ কোটির সেতু! বারুইপুরের সূর্যপুর ব্রিজে ঘুটঘুটে আঁধার, প্রশাসনের ‘নির্লিপ্তি’তে ক্ষুব্ধ চালকরা

বিশাল তোড়জোড় করে দুর্গাপুজোর আগেই উদ্বোধন হয়েছিল বারুইপুরের সূর্যপুর সেতু। খরচ হয়েছিল ৭ কোটি ৬৫ লক্ষ টাকা। কিন্তু উদ্বোধনের পর কয়েকমাস কেটে গেলেও আজও সেতুর একটি আলোও জ্বলেনি! বারুইপুর-কুলপি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি সন্ধ্যা নামলেই কার্যত ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শত শত গাড়ি চালক ও সাধারণ মানুষ।

প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ: ২০২২ সালে কাজ শুরু হওয়ার আড়াই বছর পর এই নতুন ১৬ মিটার চওড়া সেতু পায় এলাকাবাসী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘটা করে উদ্বোধন করলেও আলো না থাকায় সেতুর সুফল মিলছে না। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বারবার মহকুমা প্রশাসন ও পূর্ত দফতরকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। সেতুর দুই প্রান্তের দোকানের আলোই একমাত্র ভরসা, বাকি অংশ পুরোপুরি অন্ধকার।

অপেক্ষা কবে শেষ হবে? বারুইপুর পূর্ত বিভাগের (ইলেকট্রিকাল) এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল এবং জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। কিন্তু কাজ করার জন্য উচ্চপর্যায় থেকে কোনো ‘নির্দেশ’ আসেনি। এই আমলাতান্ত্রিক জটিলতার জেরে কবে আলো জ্বলবে, তার উত্তর নেই কারও কাছে। অন্ধকার সেতুতে দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে, এখন সেই প্রশ্নই তুলছেন ক্ষুব্ধ দক্ষিণ ২৪ পরগনা-বাসী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy