‘উদ্দেশ্যপ্রণোদিত গাফিলতি পেলেই FIR’ নিবিড় পরিমার্জনের মাঝে সমস্ত রাজ্যের বিএলওদের সতর্ক করল নির্বাচন কমিশন

ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (Special Intensive Revision) প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় শুরুর আগেই নির্বাচন কমিশন (Election Commission) প্রয়োজন পড়লে বিএলওদের (Booth Level Officers) বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। দেশজুড়েই যখন বিএলওদের কাজ নিয়ে বিতর্ক এবং আইনি পদক্ষেপের ঘটনা বাড়ছে, তখন কমিশন সেই পুরোনো সতর্কতার কথাই আবার স্মরণ করিয়ে দিল।

কমিশনের কড়া বার্তা: সূত্রের খবর, দেশের সব রাজ্যেই যেখানে কোনো না কোনো বিএলও-র বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে, সেখানে কমিশন প্রয়োজনে আবার কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানিয়েছে।

রাজ্যের জন্য বিশেষ সতর্কবার্তা: রাজ্যের বিএলওদের (পশ্চিমবঙ্গ) কমিশন মনে করিয়ে দিয়েছে যে, তারা এখনও পর্যন্ত ভালো কাজ করছেন এবং তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের হয়নি, যা একটি ইতিবাচক দিক।

তবে এই স্বস্তির মাঝেও কঠোর হুঁশিয়ারি রয়েছে:

সময়সীমা: আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত নিবিড় পরিমার্জনের কাজ চলবে।

কড়া পদক্ষেপ: এই সময়ের পর যদি কোনো বিএলও-র কাজে উদ্দেশ্যপ্রণোদিত গাফিলতি (Deliberate Negligence) বা অনিয়ম পাওয়া যায়, তা হলেই করা হবে কড়া পদক্ষেপ, যার মধ্যে এফআইআর দায়ের করাও অন্তর্ভুক্ত।

কমিশনের এই বার্তা স্পষ্ট যে, ভোটার তালিকা পরিশুদ্ধ করার কাজে কোনো রকম ঢিলেমি বা পক্ষপাত বরদাস্ত করা হবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy