উত্তাল বাংলাদেশে বন্ধ ভারতীয় ভিসা কেন্দ্র! শান্তিনিকেতনে ফিরতে পারছেন না বিশ্বভারতীর পড়ুয়ারা

বাংলাদেশে ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং তার পরবর্তী হিংসাত্মক ঘটনার জেরে ঢাকা ও চট্টগ্রামের ভারতীয় ভিসা কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিশ্বভারতীর বাংলাদেশি পড়ুয়ারা। অনেকে ছুটিতে দেশে ফিরে আর ভারতে আসতে পারছেন না, আবার অনেকে ভিসা না পাওয়ার ভয়ে শান্তিনিকেতন থেকে বাড়ি ফিরতে পারছেন না।

বিশ্বভারতীর সঙ্গীত ভবনসহ বিভিন্ন বিভাগে প্রতি বছর প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী পড়তে আসেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও পড়ুয়াদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। হাসিনা ও মোদির উদ্বোধন করা ‘বাংলাদেশ ভবন’ এখন নিস্তব্ধ, কারণ ভিসা সমস্যার কারণে বাংলাদেশ থেকে পর্যটক বা গবেষক—কারও আসা সম্ভব হচ্ছে না। পঠনপাঠন ও গবেষণার কাজ থমকে যাওয়ায় কার্যত সুতোয় ঝুলছে কয়েক ডজন পড়ুয়ার শিক্ষাজীবন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy