উত্তরবঙ্গে পদ্ম শিবিরে বড় ধস! ধূপগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে ১০০ জন, তোলপাড় রাজনৈতিক মহল।

বিধানসভা নির্বাচনের ঠিক আগে উত্তরবঙ্গের ধূপগুড়িতে বড়সড় ধাক্কা খেল বিজেপি। শনিবার ধূপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কালাচাঁদ পাড়ায় এক বিশাল যোগদান সভার মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ২০টি পরিবারের প্রায় ১০০ জন সদস্য। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে তাঁরা দলীয় পতাকা তুলে নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরজাহান বেগমও।

তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নবাগত কর্মীরা। দলত্যাগী নেতা অরুণ সরকার স্পষ্ট জানান, বিজেপির নীতি ও আদর্শের প্রতি বীতশ্রদ্ধ হয়েই তাঁরা সপরিবারে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখেই মানুষ দলে দলে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল স্তরের এই শক্তিক্ষয় ভোটের আগে ধূপগুড়িতে বিজেপির সংগঠনকে যথেষ্ট দুর্বল করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy