‘ঈশ্বরের চেয়ে মোদীই ভালো!’ জাভেদ আখতারের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

চিরকাল গেরুয়া রাজনীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তি গীতিকার জাভেদ আখতারের মুখে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা। সম্প্রতি দিল্লির একটি বিতর্কসভায় অংশ নিয়ে জাভেদ আখতার যা বললেন, তাতে কার্যত হতবাক নেটনাগরিকরা। তাঁর মতে, এক অদৃশ্য সর্বশক্তিমান ঈশ্বরের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী অনেক বেশি দায়িত্বশীল।

‘দ্য লল্লনটপ’-এর সঞ্চালনায় ‘ঈশ্বর কি আছেন?’ শীর্ষক এক বিতর্কে ইসলামি পণ্ডিত মুফতি শামায়েল নাদভির মুখোমুখি হয়েছিলেন জাভেদ। সেখানে গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে জাভেদ প্রশ্ন তোলেন, যেখানে হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে, সেখানে পরম দয়ালু ঈশ্বর কোথায়? জাভেদ বলেন, “ঈশ্বর সব দেখেও যদি নিশ্চুপ থাকেন, তবে তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই তুলনায় আমাদের প্রধানমন্ত্রী অনেক ভালো, অন্তত তিনি কিছুটা তো খেয়াল রাখেন।”

পুরো বিতর্ক জুড়েই ধর্মের নামে চলা হিংসা নিয়ে সরব হন তিনি। পালটা যুক্তিতে মুফতি নাদভি মানুষের কর্মফলের ওপর জোর দিলেও, জাভেদ স্পষ্ট জানান— যে ঈশ্বর শিশুদের বোমার আঘাতে ছিন্নভিন্ন হওয়ার অনুমতি দেন, তাঁর না থাকাই শ্রেয়। জাভেদের এই ‘মোদী বনাম ঈশ্বর’ তুলনা এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy