ইন্ডিগো-র বিমান বিপর্যয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর! ‘মানুষ যেন কষ্ট না পায়’, এনডিএ সাংসদদের কড়া বার্তা মোদীর

দেশের বৃহত্তম বিমানসংস্থা ইন্ডিগো-তে বিগত প্রায় আট দিন ধরে চলা ফ্লাইট বাতিল এবং বিপর্যয়ের ঘটনায় অবশেষে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এনডিএ-র সাংসদদের উদ্দেশ্যে এই বিষয়টি উত্থাপন করে বলেন, “মানুষ যেন কষ্ট না পায়, অসুবিধার মুখোমুখি না হয়।”

প্রধানমন্ত্রীর এই বার্তা সংসদীয় বৈঠকে তুলে ধরেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যাত্রীদের সুবিধা এবং স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। মোদী বলেন, “নিয়ম-কানুন ভাল, কিন্তু সিস্টেম ঠিক করার জন্য মানুষের হয়রানি ঠিক নয়।”

পিটিআই (PTI)-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবারও হায়দরাবাদ থেকে আসা-যাওয়ার ৫৮টি ফ্লাইট এবং বেঙ্গালুরু থেকে ১২০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ইন্ডিগো-র এই দীর্ঘমেয়াদী সঙ্কটের জেরে শীতকালীন সময়সূচিতে সংস্থাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ রুট হারাতে পারে বলেও সূত্র মারফত খবর পাওয়া গেছে।

কিরেন রিজিজু আরও বলেন, প্রধানমন্ত্রী এনডিএ-র সব সাংসদকে নির্দেশ দিয়েছেন কীভাবে দেশের জন্য, নিজেদের এলাকা ও রাজ্যের জন্য কাজ করতে হবে। তিনি সংস্কারের ওপর জোর দিয়েছেন, তবে তা যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy