ইন্ডিগো বিপর্যয়ের পিছনে কেন্দ্রের ‘মনোপলি মডেল’? রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগে চরম রাজনৈতিক মোড়

ইন্ডিগোর (IndiGo) ব্যাপক ফ্লাইট বাতিল ও বিলম্বে দেশজুড়ে যে ভয়াবহ অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, সেই ইস্যুতে এবার কেন্দ্রের অর্থনৈতিক নীতির দিকে সরাসরি আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার পরিচালিত ‘মনোপলি মডেল’ বা একচেটিয়া নীতির ফলেই বিমান যাত্রায় আজ এই দুরবস্থা তৈরি হয়েছে।

গত দুই দিনে ইন্ডিগোর ৯৫০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রীর পরিকল্পনা ভেস্তে গেছে। বিভিন্ন বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, লাগেজ না পাওয়া, খাবার ও তথ্যের অভাব – সব মিলিয়ে যাত্রীদের ক্ষোভ এখন চরমে। ঠিক এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর মন্তব্য বিষয়টিকে সম্পূর্ণ রাজনৈতিক মাত্রা দিল।

রাহুল গান্ধীর বিস্ফোরক অভিযোগ:

সোশ্যাল মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাহুল গান্ধী লিখেছেন, “ইন্ডিগো সংকটই প্রমাণ করছে যে, সরকারের ‘মনোপলি’ নীতি দেশের ঘাড়ে চেপে বসেছে। এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ। অন্তহীন দেরি, হঠাৎ বাতিল, আর সম্পূর্ণ অসহায় অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁদের।”

তিনি আরও দাবি করেন, ভারত যদি উন্নতির পথে এগোতে চায়, তবে বিমান পরিষেবা হোক বা অন্য কোনও ক্ষেত্র – ‘ন্যায্য প্রতিযোগিতা’ ফিরিয়ে আনতেই হবে। তাঁর মতে, “একচেটিয়া আধিপত্য অর্থনীতিকে দুর্বল করে, আর তার বোঝা সহ্য করতে হয় আমজনতাকে।” অর্থাৎ, বিমান পরিষেবা খাতে ইন্ডিগোর একচেটিয়া দাপটের কারণেই এই পরিষেবা বিপর্যয় ঘটছে বলে তাঁর ইঙ্গিত।

বিমানবন্দর জুড়ে চরম বিশৃঙ্খলা:

ইতিমধ্যে দেশের একাধিক বিমানবন্দরের চিত্র ইন্ডিগো বিপর্যয়ের সাক্ষী। কোথাও রাগে ফেটে পড়ছেন যাত্রীরা, কোথাও হাজার হাজার লাগেজ ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, কোথাও আবার ঘণ্টার পর ঘণ্টা খাবার–জল ছাড়াই অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যাত্রীরা এই অভিজ্ঞতাকে ‘মানসিক নির্যাতন’ ও ‘সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’ বলে ক্ষোভ প্রকাশ করছেন।

উল্লেখ্য, যে ইন্ডিগো এতদিন সময়ানুবর্তিতার জন্য পরিচিত ছিল, তাদের অন-টাইম পারফরম্যান্স বৃহস্পতিবার নেমে এসেছে মাত্র ১৯.৭ শতাংশে। একদিনে ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ার কারণ হিসেবে সংস্থাটি ‘ক্রু রোস্টার সমস্যা’, ‘প্রযুক্তিগত জটিলতা’ এবং নতুন ‘ডিউটি-নর্মস’কে দায়ী করেছে। তবে এই পরিষেবা বিপর্যয় নিয়ে এখন রাজনৈতিক তরজা শুরু হওয়ায় বিষয়টি আরও নতুন মোড় নিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy