ইতিহাসে প্রথমবার! মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য ৯০-এর গণ্ডি পেরোলো

ভারতীয় মুদ্রার (Indian Rupee) পতন অব্যাহত থাকায় দেশের আর্থিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটল। চলতি সপ্তাহের শুরু থেকেই মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য (Indian Rupee to USD) কমছিল। আর আজ, বুধবার, ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় টাকার মূল্য ৯০-এর গণ্ডি পেরিয়ে গেল (Indian Rupee vs Dollar)।

বুধবার ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা ৯০.১৩ টাকা ছুঁয়েছে। এর মানে হলো, ১ মার্কিন ডলার পেতে এখন ৯০ টাকার বেশি খরচ করতে হবে।

মঙ্গলবার, এর ঠিক একদিন আগে, ১ ডলারের নিরিখে টাকা পৌঁছে গিয়েছিল ৮৯.৯৪৭৫-এ।

বুধবার, তা ৯০.১৩ টাকায় পৌঁছে যাওয়ায় এই প্রথমবার ভারতীয় রুপির মান ৯০-এর ওপরে উঠল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy