নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং শাসক দলের দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি দলীয় কর্মীদের কড়া বার্তা দেন। সুকান্ত মজুমদার বলেন, “ভয় পাবেন না, এবার চোখে চোখ রেখে লড়াই করুন। ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার সময় এসেছে।”
মমতাকে সরাসরি চ্যালেঞ্জ: তৃণমূল নেত্রীকে নিশানা করে সুকান্ত দাবি করেন, বাংলার মানুষ এবার পরিবর্তনের মনস্থির করে ফেলেছে। তাঁর কথায়, “বাংলার মানুষ ঠিক করে নিয়েছে এইবার পগার পার। আসন্ন নির্বাচনে আমরা দিদিকে পাকাপাকিভাবে রিটায়ারমেন্টে পাঠাব।” প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুকান্তর এই আক্রমণাত্মক মেজাজ লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিল।