ইউরোপের ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের ইউপিআই; সহজ হবে ভারতীয় পর্যটক ও ব্যবসায়ীদের লেনদেন

এবার ইউরোপের মাটিতেও উড়বে ভারতের ডিজিটাল অর্থনীতির জয়ধ্বজা। দেশের ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) এবার ইউরোপীয় ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত হতে চলেছে। এটি ভারতের ডিজিটাল অর্থনীতির জন্য একটি দারুণ পদক্ষেপ।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধুমাত্র ইউরোপে ভারতের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে না, বরং ভারতীয়দের জন্য ইউরোপের যে কোনও দেশে গিয়ে পেমেন্ট করা অনেক সহজ হয়ে উঠবে।

কারা উপকৃত হবেন?

এই ব্যবস্থা চালু হলে ভারত এবং ইউরোপের একাধিক দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সুবিধা পাবেন। বিশেষত যাঁরা ইউরোপে ঘুরতে যান (পর্যটকরা), তাঁরাও বহুলাংশে উপকৃত হবেন। তাঁদের জন্য লেনদেন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে, যেমনটা ভারতে এখন দেখা যায়।

বাস্তবায়নের দায়িত্বে কারা?

এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং এনসিপিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস (NPCI International Payments)। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংযুক্তিকরণ আন্তর্জাতিক ক্ষেত্রে ইউপিআই-এর গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তুলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy