‘ইউনূসের নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ, দেশটা তালিবানিদের দখলে যাচ্ছে’, বিস্ফোরক অধীর চৌধুরী!

  • অধীর চৌধুরী বলেন, “ডঃ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাঁর নিজের দেশে আজ শান্তি নেই। তিনি এখন স্রেফ পুতুল, বাংলাদেশের রাশ এখন মৌলবাদী ও উগ্রপন্থীদের হাতে।”

  • সংখ্যালঘু নির্যাতন: বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “মহামানব হওয়ার ভান না করে ইউনূস সাহেবের উচিত ছিল আগে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। যেভাবে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, তা সভ্য সমাজ মেনে নিতে পারে না।”

  • আফগানিস্তানের সঙ্গে তুলনা: তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “বাংলাদেশ ধীরে ধীরে আফগানিস্তানে পরিণত হচ্ছে। দেশটা এখন মৌলবাদীদের ল্যাবরেটরি।”

  • ভারত সরকারের প্রতি দাবি: অধীরবাবু ভারত সরকারকে আহ্বান জানান যাতে কূটনৈতিক স্তরে বাংলাদেশের ওপর চাপ বাড়ানো হয় এবং সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy