আলিপুর চিড়িয়াখানায় শোকের ছায়া! ফের রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু, ৩ মাসে প্রাণ গেল ৩টি বাঘের

ফের বাঘের মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়। বুধবার ভোরে ‘তৃপ্তি’ নামের একটি ২ বছর ১০ মাসের যুবতী রয়্যাল বেঙ্গল বাঘিনীর মৃত্যু হয়। গত তিন মাসের মধ্যে এই নিয়ে আলিপুরে তিনটি বাঘিনীর মৃত্যু হলো। এর আগে সেপ্টেম্বর মাসে ২৪ ঘণ্টার ব্যবধানে বার্ধক্যজনিত কারণে ‘পায়েল’ ও ‘রূপা’ নামের দুই বাঘিনীর মৃত্যু হয়েছিল। তবে তৃপ্তির মৃত্যু চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বড় ধাক্কা দিয়েছে।

গত বছর ওড়িশার নন্দনকানন থেকে তৃপ্তিকে আলিপুরে আনা হয়েছিল মূলত প্রজননের জন্য। আগামী ফেব্রুয়ারি মাসে তার তিন বছর পূর্ণ হওয়ার কথা ছিল। চিড়িয়াখানা সূত্রে খবর, গত ৪-৫ দিন ধরে ‘হেমোপ্রোটোজোয়ান প্যারাসাইট’ নামক রোগে ভুগছিল সে। চিড়িয়াখানার হাসপাতালেই তার চিকিৎসা চলছিল, কিন্তু বুধবার ভোররাতে সব শেষ হয়ে যায়। এই অকাল মৃত্যুতে আলিপুরে এখন হলুদ-কালো ডোরাকাটা বাঘের সংখ্যা কমে দাঁড়াল তিনে, যার মধ্যে বাঘিনী রয়েছে মাত্র একটি। মৃত্যুর সঠিক কারণ জানতে বাঘিনীটির ভিসেরা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy