ফুটবল মাঠের ম্যাজিক এবার ধরা পড়ল ভক্তি আর আধ্যাত্মিকতার আঙিনায়। অনন্ত আম্বানির বিশেষ অনুরোধে নিজের পূর্বনির্ধারিত সূচি বদলে সটান গুজরাটের জামনগরে হাজির হলেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। মঙ্গলবার জামনগরের ‘বনতারা’ (Vantara) বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মেসির এই সফর ঘিরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
শিবের আরাধনায় মগ্ন মেসি, কণ্ঠে ‘হর হর মহাদেব’
বনতারায় পৌঁছে মেসি ও তাঁর সতীর্থদের জাঁকজমকপূর্ণ হিন্দু রীতিনীতির মাধ্যমে স্বাগত জানান অনন্ত আম্বানি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পরনে ঐতিহ্যবাহী পোশাক, কপালে তিলক আর গলায় মালা পরে মন্দিরে ‘মহা আরতি’-তে অংশ নিয়েছেন মেসি। শুধু তাই নয়, শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সবার সঙ্গে সুর মিলিয়ে মেসিকে উচ্চারণ করতে শোনা যায়— ‘হর হর মহাদেব’। সঙ্গে ছিলেন তাঁর দুই ছায়াসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল।
হাতির সঙ্গে ফুটবল ও ‘লিওনেল’ নামকরণ
প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি আম্বানি পরিবারের দায়বদ্ধতা মুগ্ধ করেছে আর্জেন্টাইন মহাতারকাকে। বনতারার জঙ্গলে বাঘ, সিংহ আর জিরাফদের সঙ্গে ছবি তোলেন মেসি। তবে সবচাইতে নজরকাড়া মুহূর্ত ছিল যখন ফুটবল সম্রাটকে একটি হাতির সঙ্গে ফুটবল খেলতে দেখা যায়। মেসির এই সফরকে স্মরণীয় করে রাখতে অনন্ত ও রাধিকা আম্বানি একটি সিংহ শাবকের নাম রেখেছেন ‘লিওনেল’।
বন্ধুত্বের নতুন নজির
ব্যস্ত মরশুমের মাঝেও মেসির এই সফর প্রমাণ করে দিল অনন্ত আম্বানির সঙ্গে তাঁর বন্ধুত্বের গভীরতা কতটা। মন্দিরের বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম থেকে শুরু করে গভীর ধ্যানে মগ্ন হওয়া—মেসির প্রতিটি পদক্ষেপ বন্যপ্রাণী সংরক্ষণ এবং ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর শ্রদ্ধাকেই ফুটিয়ে তুলেছে। লোকসঙ্গীতের সুর আর পুষ্পবৃষ্টির মাঝে ফুটবলারদের এই অভ্যর্থনা বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উন্মাদনা তৈরি করেছে।
বিদেশের সবুজ ঘাসের রাজা এখন মজেছেন ভারতের ভক্তি আর প্রকৃতিতে। মেসির এই ‘দেশি’ অবতার এখন ডেইলিয়ান্ট-এর হট টপিক!