‘আমার সম্মতি ছাড়া অবৈধ ব্যবহার’! আরজেডি-র নির্বাচনী প্রচারে মনোজ বাজপেয়ীর ভিডিয়ো, ক্ষোভ অভিনেতার

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) প্রচারের একটি ভিডিয়োতে জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ীকে দেখতে পাওয়ায় শুরু হয় জোর গুঞ্জন— তবে কি রাজনীতিতে আসছেন চারবার জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা? কিন্তু শুক্রবার এই গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং মনোজ বাজপেয়ী। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাঁর সম্মতি ছাড়াই ভোটারদের বিভ্রান্ত করার জন্য ভিডিয়োটি ব্যবহার করা হয়েছে।

তেজস্বী যাদবের টুইট ঘিরে বিতর্ক
গতকাল বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ঘুরে বেড়াচ্ছে, তার তীব্র সমালোচনা করেছেন মনোজ।

অভিযোগ: তাঁর অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই এবং নির্বাচনী লাভের জন্য তাঁর ব্যক্তিত্ব ও ছবি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে।

প্রচার: আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তাঁর এক্স হ্যান্ডেলে প্রথমে ভিডিয়োটি শেয়ার করেছিলেন। যদিও বিতর্কের পর সেই ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়।

ভিডিওর উৎস: জানা গিয়েছে, ভিডিয়োটি মূলত একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য মনোজ শুট করেছিলেন, যেটিকে অনৈতিকভাবে নির্বাচনে প্রচারে ব্যবহার করা হয়েছে।

কী বলেছেন অভিনেতা?
মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী (সিএম) প্রার্থী তেজস্বী যাদবের মূল টুইটটি উল্লেখ করে একটি দীর্ঘ নোটে মনোজ বাজপেয়ী তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন:

“আমি প্রকাশ্যে স্পষ্টভাবে জানাতে চাই, কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও যোগ নেই। যে ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়েছে তা ফেক। প্রাইম ভিডিয়োর জন্য আমি একটি বিজ্ঞাপণ করেছিলাম। সেই ভিডিয়ো এডিট করে প্রচারের জন্য অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। আমি সকলের কাছে অনুরোধ জানাব এই ধরনের ভুল ভিডিয়ো শেয়ার করবেন না এবং মিথ্যে খবর ছড়িয়ে দেবেন না।”

বিহার নির্বাচন সূচি
মনোজ বাজপেয়ীর এই মন্তব্য বিহারের ভোটের আগে বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিল। বিহারে আসন্ন নির্বাচনে ২৪৩টি আসনে লড়াই হবে। নির্বাচনটি দুটি ধাপে অনুষ্ঠিত হবে— ৬ নভেম্বর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করার কথা রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy