ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের কাছে বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাওয়ার বিষয়টিকে ‘বাস্তবতা-বিবর্জিত’ বলে কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমার বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাইলে আমিও দিতে পারব না। কারণ তাঁরা হাসপাতালে নয়, বাড়িতে জন্মেছিলেন। মোদী-শাহের কাছে চাইলে ওনারা দিতে পারবেন? ওনারা বড়জোর ভুয়ো শংসাপত্র দেবেন।” বিদ্রুপের সুরে তিনি আরও যোগ করেন, “আমরা ফেক কিছু বানাই না; সামনে বড়দিন আসছে, আমরা বরং কেক বানাই।”
নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা অভিযোগ করেন, ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার নেপথ্যে বড় ষড়যন্ত্র চলছে। বিএলও (BLO)-দের ভাষাগত সমস্যার কারণে সাঁওতালি, রাজবংশী বা কামতাপুরী ভাষী মানুষের নাম ঠিকমতো ম্যাপিং হচ্ছে না। এদিন সিপিএম-কেও রেয়াত করেননি তৃণমূল নেত্রী। ২০০২ সালে বাম আমলে ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সিপিএম তখন তৃণমূল কর্মীদের নাম বাদ দিয়ে যে ভুল করেছিল, আজ তার মাশুল দিচ্ছে। আর এখন ওরা বিজেপির দালালি করছে।” ২০২৬-এর লড়াইয়ের আগে ভোটার অধিকার রক্ষায় বুথ এজেন্টদের সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।