আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন কোন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র (Polling Booth) হবে, তা নিয়ে জেলাশাসকদের কাছে ফের চিঠি পাঠাল নির্বাচন কমিশন। এর মাধ্যমে বহুতলে বুথ স্থাপনে তৃণমূলের যে আপত্তি ছিল, তা কার্যত ধোপে টিকল না বলে মনে করছে রাজনৈতিক মহল।
যদিও এই পরিস্থিতিতে, বহুতলগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র হওয়া রুখতে তৎপর হয়েছে রাজ্যের শাসক দল।
আজই আবাসিকদের নিয়ে মেয়রের বৈঠক
কমিশনের নির্দেশের পরই এদিন সন্ধ্যায় তৃণমূলের তরফে তড়িঘড়ি একটি বৈঠক ডাকা হয়েছে। মেয়র আজই বহুতলের আবাসিক কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন। জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ১৪৪ জন কাউন্সিলরকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। মেয়র এই বহুতলের আবাসিকদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
রাজনৈতিক চাপানউতোর
বহুতলগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র হওয়া রুখতে আবাসিকদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগও উঠছে শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর। তৃণমূলের দিকে সরাসরি আঙুল তুলে সরব হয়েছে বিজেপি।
সূত্রের খবর, নিরাপত্তার কারণ দেখিয়ে তৃণমূল নেতারা চাইছেন না বহুতলের অভ্যন্তরে পোলিং বুথ হোক। তবে নির্বাচন কমিশনের অনড় অবস্থানে পরিস্থিতি জটিল হয়েছে।