আবার জিতবে বাংলা যাত্রা! মঞ্চে বিরাট চমক দিয়ে ২০২৬-এর ঢাকে কাঠি অভিষেকের

রাজনৈতিক কর্মসূচির বাঁধা ধরা ছক ভেঙে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে অভিনব চমক দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে এক রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘আবার জিতবে বাংলা যাত্রা’। জনসভার এই বিপুল আয়োজন গত লোকসভা নির্বাচনের ব্রিগেড সমাবেশের স্মৃতি ফিরিয়ে আনছে।

মঞ্চে ব্রিগেডের ছোঁয়া: সবচেয়ে বড় চমক সভার মঞ্চে। লোকসভার আদলে মূল মঞ্চ থেকে একটি সুদীর্ঘ ‘প্লাস’ (+) আকারের র‍্যাম্প বের করা হয়েছে। এই র‍্যাম্প ধরে হেঁটেই উপস্থিত কর্মী-সমর্থকদের একদম কাছে পৌঁছে যাবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। উঁচু মঞ্চের দূরত্ব কমিয়ে মানুষের মাঝে মিশে গিয়ে বক্তব্য রাখাই অভিষেকের এই ‘গ্র্যান্ড ওপেনিং’-এর মূল লক্ষ্য। বিশাল এলইডি স্ক্রিন থেকে শুরু করে আধুনিক সাউন্ড সিস্টেম— বারুইপুরের মানুষ এমন সভা আগে কখনও দেখেননি।

শুরু হলো জেলা সফর: বারুইপুর থেকেই এই এক মাস ব্যাপী কর্মসূচির সূচনা করছেন অভিষেক। এরপর তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। আগামী ৬ জানুয়ারি বীরভূমে এবং তার পরে মেদিনীপুর-সহ একাধিক জেলায় পরপর জনসভা করবেন তিনি। নির্বাচনের এখনও দেরি থাকলেও, জানুয়ারির এই শুরুতেই তৃণমূলের এই ‘রণ সংকল্প’ রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy