আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীরশিক্ষায় বড় ধাক্কা! অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট আপার প্রাইমারি স্তরে কর্মশিক্ষা ও শারীর শিক্ষায় চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের নেওয়া অতিরিক্ত শূন্যপদ (সুপার নিউমেরারি) তৈরির সিদ্ধান্ত বাতিল করেছে। এর ফলে কর্মশিক্ষায় ৭৫০ জন এবং শরীর শিক্ষায় ৮৫০ জন, এই মোট ১,৬০০টি অতিরিক্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। বিচারপতি বিশ্বজিৎ বসু বৃহস্পতিবার ২০২২ সালের এই সংক্রান্ত দু’টি বিজ্ঞপ্তি বাতিল করেন।

আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ:

বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে কড়া পর্যবেক্ষণ তুলে ধরা হয়:

ভুল সিদ্ধান্ত: আদালত পর্যবেক্ষণ করে জানায় যে ১,৬০০টি অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভুল ছিল।

নিয়োগের বৈধতা: প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না।

অপেক্ষমান তালিকা: অপেক্ষমান (ওয়েটিং) তালিকা থেকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে চাকরি দেওয়া যায় না।

সাংবিধানিক নৈতিকতা: বিচারপতি কড়া মন্তব্য করে বলেন, “রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না।”

আদালত আরও জানিয়েছে, সুপার নিউমেরারি পোস্টে নিয়োগের সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্নীতি এবং সিবিআই তদন্ত সংক্রান্ত আর্জির বিষয়গুলি নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy