দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের নির্বাচন কমিশন ১২টি রাজ্যে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন লাগু করার তারিখ ঘোষণা করেছে। সোমবার দুই নির্বাচন কমিশনার, এসএস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই ঘোষণা করেন। প্রথম ধাপে বিহারে SIR সম্পন্ন হওয়ার পর এবার পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল—লক্ষদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবরে এই প্রক্রিয়া শুরু হচ্ছে।SIR নিয়ে সাধারণ মানুষের মধ্যে, বিশেষত পশ্চিমবঙ্গে, এনআরসি-র (NRC) মতো বিতাড়নের আতঙ্ক ছড়ালেও কমিশন স্পষ্ট জানিয়েছে, এটি মৃত ভোটার ও অস্বচ্ছ তালিকা সংশোধনের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির একটি পদ্ধতি মাত্র। ২১ বছর আগে শেষবার ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে SIR হয়েছিল।কবে কী হবে? এক নজরে সময়সূচি:তারিখপ্রক্রিয়া২৮ অক্টোবর – ৩ নভেম্বরSIR কর্মীদের প্রশিক্ষণ৪ নভেম্বর – ৪ ডিসেম্বরবুথ লেভেল অফিসারদের (BLO) ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ৯ ডিসেম্বরপ্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ৯ ডিসেম্বর – ৮ জানুয়ারি ২০২৬নাম নথিভুক্ত করতে আবেদন প্রক্রিয়া (খসড়া তালিকা দেখার পর)৯ ডিসেম্বর – ৩১ জানুয়ারি ২০২৬আবেদনের পর যাচাই প্রক্রিয়া৭ ফেব্রুয়ারি ২০২৬চূড়ান্ত স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশভোটার হিসেবে বাছাই ও নথি প্রক্রিয়া:যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছে, তাঁরা সকলেই বিএলও অফিসারের কাছ থেকে ‘এনুমারেশন ফর্ম’ পাবেন। এই ফর্মের সাথে ১১টি নথির মধ্যে যে কোনো একটি সঠিক নথি জমা দিলেই খসড়া তালিকায় নাম থাকবে।কারা নথি ছাড়াই সুবিধা পাবেন?কমিশন জানিয়েছে, বিহারের মতো পশ্চিমবঙ্গেও ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের নতুন করে কোনো নথি দিতে হবে না—তাঁদের নাম সরাসরি SIR-এ অন্তর্ভুক্ত হবে।নতুনদের জন্য প্রয়োজনীয় শর্ত ও নথিপত্র:নতুন করে নাম নথিভুক্তির ক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে।১১টি জরুরি নথির মধ্যে যে কোনও একটি:১. কেন্দ্রীয়/রাজ্য সরকারের চাকরি বা পেনশন সংক্রান্ত নথি।২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের ব্যাঙ্ক, LIC, পোস্ট অফিস বা স্থানীয় প্রশাসনের দেওয়া নথি।৩. জন্ম শংসাপত্র।৪. পাসপোর্ট।৫. মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।৬. জমি/বাড়ির দলিল।৭. জাতিগত শংসাপত্র।৮. ফরেস্ট রাইট সার্টিফিকেট।৯. ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স (NRC)।১০. স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার।১১. রাজ্য সরকারের দেওয়া বাসস্থান শংসাপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট)।আধার কার্ড কি বৈধ?হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ড পরিচয়পত্র হিসাবে বৈধ। তবে কমিশন জানিয়েছে, শুধু আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। আধার কার্ডের সঙ্গে ১১টি নথির মধ্যে যে কোনো একটি দেখাতে হবে।কাদের নাম বাদ যেতে পারে?যাঁরা ২০০২ সালের তালিকায় নাম দেখাতে পারবেন না এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হবেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। এছাড়া, যাঁদের নাম দু’টি এপিক নম্বরে রয়েছে, তাঁদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে। মনে রাখতে হবে, এই SIR প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে ২০২৬ সালের নতুন তালিকায় নাম নথিভুক্ত হবে না এবং আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না।
Home
OTHER NEWS
আপনার নাম কি বাদ পড়বে? SIR লাগু ১২ রাজ্যে! কবে বাড়ি আসছেন BLO? চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
Related Posts
চাকরি, ভাতা, বিদ্যুৎ ফ্রি! বিহারে ক্ষমতায় এলে ‘প্রতি পরিবারে ১টি সরকারি চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতি মহাগঠবন্ধনের