‘আগে নিজের বাড়ির বেকারদের দিয়ে শুরু করুন’, চা-ঘুগনি মন্তব্যে মমতাকে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর

শিক্ষিত যুবক-যুবতীদের চা-ঘুগনি বিক্রির পরামর্শ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মুখ্যমন্ত্রীর করা ওই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার বীরভূমের লাভপুর থেকে পালটা তোপ দেগে শুভেন্দু প্রশ্ন তোলেন, “মাননীয়ার ভাইপো-ভাইজীরা কেন এই কাজ করছে না?”

বিরোধী দলনেতা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বেকারদের দিয়ে প্রথমে এই কাজ শুরু হোক। তাঁর যে আত্মীয়ের চাকরি গেছে, তাঁকে দিয়ে শুরু করুক।” এখানেই শেষ নয়, ব্যাঙ্গাত্মক সুরে তিনি বলেন, “আমি ১০০০ টাকা দিয়ে যাচ্ছি, ওটা মাননীয়ার মামার বাড়িতে দিয়ে আসবে।” মুখ্যমন্ত্রীকে ‘মিথ্যাশ্রী’ পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে শুভেন্দু আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy