আকাশ থেকে পড়ল রহস্যময় যন্ত্র, বিকট শব্দে কাঁপল পূর্ব বর্ধমান! বোমাতঙ্কে দিশেহারা মানুষ

পূর্ব বর্ধমানের কাটোয়া দাঁইহাট শহরের মোকামপাড়া এলাকায় আকাশ থেকে পড়া এক রহস্যময় ডিভাইসকে ঘিরে ছড়াল তীব্র বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে ওই এলাকার একটি খোলা জমিতে সাদা রঙের একটি ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যন্ত্রটি থেকে লাগাতার ‘বিপ-বিপ’ শব্দ আসছিল, যা শুনে বাসিন্দারা সেটিকে ‘টাইম বোমা’ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে এলাকায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। ডিভাইসটি উদ্ধার করার পর প্রাথমিক পরীক্ষায় জানা যায়, এটি কোনো বিস্ফোরক নয়। রহস্য সমাধানে পুলিশ দমদম আবহাওয়া দপ্তরের (Meteorological Department) সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকেই মেলে আসল তথ্য। আবহাওয়া দপ্তরের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সুনন্দ কুণ্ডু জানান, এটি আসলে বায়ুমণ্ডলের উচ্চস্তরের তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত একটি বিশেষ যন্ত্র। প্রতিদিন আবহাওয়ার গতিপ্রকৃতি বুঝতে এমন ডিভাইস বাতাসে ছাড়া হয়। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন। যন্ত্রটি কাটোয়া এলাকার আবহাওয়ার তথ্য সংগ্রহের কাজ শেষ করে নিচে পড়ে গিয়েছিল। পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আকাশ থেকে পড়া এই রহস্যময় যন্ত্র নিয়ে এখনও চর্চা তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy