গত কয়েক মাস ধরেই সোনার বাজারে চলছে চরম অস্থিরতা। ক্রমাগত দাম বাড়তে বাড়তে এখন তা সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ার জোগাড়। মাঝে সামান্য পতন দেখা দিলেও, দীর্ঘমেয়াদে সেই অর্থে কমেনি দাম। আজ ফের বড়সড় পরিবর্তন এল সোনার দরে। গতকালের তুলনায় আজ বেশ খানিকটা চড়েছে হলুদ ধাতুর গ্রাফ। এক নজরে দেখে নিন দেশের প্রধান শহরগুলোতে আজকের লেটেস্ট রেট:
কলকাতা: আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ১২,৭৩৫ টাকা (গতকাল ছিল ১২,৭০০ টাকা)। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম আজ ১৩,৮৯৩ টাকা (গতকাল ছিল ১৩,৮৫৫ টাকা)।
দেশের অন্যান্য শহরের চিত্র:
চেন্নাই: ২২ ক্যারেট – ১২,৮০০ টাকা, ২৪ ক্যারেট – ১৩,৯৬৪ টাকা (প্রতি ১ গ্রাম)।
দিল্লি: ২২ ক্যারেট – ১২,৭৫০ টাকা, ২৪ ক্যারেট – ১৩,৯০৮ টাকা (প্রতি ১ গ্রাম)।
মুম্বই ও বেঙ্গালুরু: এই দুই শহরেই আজ ২২ ক্যারেট ১২,৭৩৫ টাকা এবং ২৪ ক্যারেট ১৩,৮৯৩ টাকা দরে বিকোচ্ছে।
আমেদাবাদ: ২২ ক্যারেট – ১২,৭৪০ টাকা, ২৪ ক্যারেট – ১৩,৮৯৮ টাকা (প্রতি ১ গ্রাম)।
মূলত বিশ্ববাজারের পরিস্থিতি এবং উৎসবের মরশুমের রেশ থাকায় সোনার দামের এই ঊর্ধমুখী প্রবণতা জারি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।