স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অভাবনীয় ফিচার নিয়ে এল টেক জায়ান্ট গুগল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে নতুন ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ (Emergency Live Video) ফিচার। এখন থেকে কোনো দুর্ঘটনায় পড়লে বা বিপদে পড়ে জরুরি পরিষেবায় (যেমন ৯৯৯ বা ১০০) ফোন করলে, আপনার ফোনের ক্যামেরার মাধ্যমে উদ্ধারকারীরা সরাসরি ঘটনাস্থল লাইভ দেখতে পাবেন। এর ফলে সাহায্য পৌঁছানোর আগেই তাঁরা পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
কীভাবে কাজ করবে এই ফিচার? গুগল জানিয়েছে, এই ফিচারটি আপনার গোপনীয়তা বজায় রেখেই কাজ করবে। এটি নিজে থেকে শুরু হয় না। প্রক্রিয়াটি অত্যন্ত সহজ:
অনুরোধ: আপনি যখন জরুরি পরিষেবায় কল করবেন, তখন ওপাশ থেকে ডিসপ্যাচার বা উদ্ধারকারী কর্মী আপনার ভিডিও দেখার জন্য একটি অনুরোধ পাঠাবেন।
এক ট্যাপ: আপনার ফোনের স্ক্রিনে একটি প্রম্পট বা নোটিফিকেশন আসবে। সেখানে মাত্র একবার ট্যাপ করলেই ক্যামেরা চালু হয়ে লাইভ স্ট্রিমিং শুরু হবে।
সুরক্ষা: আপনার অনুমতি ছাড়া ভিডিও শেয়ার হবে না এবং আপনি যেকোনো সময় এটি বন্ধ করতে পারবেন। নিরাপত্তার খাতিরে পুরো ভিডিও ফুটেজটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।
জরুরি শেয়ারিং (Emergency Sharing): লাইভ ভিডিওর পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোনের ‘Safety’ অ্যাপে গিয়ে ব্যবহারকারীরা তাদের রিয়েল-টাইম লোকেশন পরিবার বা বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এটি নিখোঁজ হওয়া বা গভীর রাতে যাতায়াতের সময় অত্যন্ত কার্যকর হবে।
বর্তমানে অ্যান্ড্রয়েড ৮ বা তার পরবর্তী সংস্করণের ডিভাইসে এই সুবিধা পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং মেক্সিকোতে এটি চালু হলেও গুগল জানিয়েছে, খুব শীঘ্রই ভারতসহ বিশ্বের অন্যান্য দেশেও বিভিন্ন পাবলিক সেফটি সংস্থার সাথে অংশীদারত্বের মাধ্যমে এই ফিচারটি ছড়িয়ে দেওয়া হবে। প্রযুক্তির এই ব্যবহার জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচাতে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।