বছরের শেষে বাইক প্রেমীদের জন্য বড় চমক দিল কাওয়াসাকি ইন্ডিয়া। তাদের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার-ট্যুরার ‘Kawasaki Versys-X 300’-এর ২০২৫ মডেলে সরাসরি ২৫,০০০ টাকার ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। তবে এই অফারটি কেবল ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অথবা স্টক থাকা পর্যন্তই বৈধ। মূলত বছরের শেষে ইনভেন্টরি ক্লিয়ার করার লক্ষ্যেই এই আকর্ষণীয় ছাড় দিচ্ছে সংস্থাটি।
এই ছাড়ের পর বাইকটির এক্স-শোরুম দাম কমে দাঁড়াচ্ছে ৩.২৪ লক্ষ টাকায়। এই বাইকের বিশেষত্ব হলো এর ২৯৬ সিসি-র লিকুইড-কুলড টুইন-সিলিন্ডার ইঞ্জিন, যা ৩৮.৮ বিএইচপি পাওয়ার তৈরি করতে সক্ষম। স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ এবং ৬-স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ এই বাইকটি ভারতীয় বাজারে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এবং কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চারের প্রধান প্রতিযোগী। স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য যারা প্রিমিয়াম বাইক খুঁজছেন, তাদের জন্য এটিই সেরা সুযোগ।