অ্যাডভেঞ্চারের টানে দিঘা পাড়ি, ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ৩ স্কুলছাত্রকে উদ্ধার করল চাপড়া থানার পুলিশ

অ্যাডভেঞ্চারের নেশায় স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়েছিল নদিয়ার চাপড়ার ছোট আন্দুলিয়া ও বৃত্তিহুদার তিন স্কুলছাত্র। অবশেষে পুলিশের তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দিঘা সমুদ্র সৈকত থেকে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনা:

নিখোঁজ হওয়া তিন ছাত্রের মধ্যে দু’জন পঞ্চম ও সপ্তম শ্রেণির এবং অন্যজন সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হলেও তারা স্কুলে যায়নি। স্কুল ছুটির পরেও সন্তানরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠেন অভিভাবকরা। স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, তারা স্কুলেও যায়নি। এরপরই অভিভাবকরা চাপড়া থানায় নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।

পুলিশি তৎপরতা:

খবর পাওয়ামাত্রই চাপড়া থানার আইসি পার্থপ্রতিম রায় দ্রুত সক্রিয় হয়ে ওঠেন এবং ছাত্রদের খোঁজে তল্লাশি শুরু হয়। রাতে পুলিশ জানতে পারে যে দিঘা সমুদ্রসৈকতে স্কুলড্রেস পরা তিন কিশোরকে দেখা গিয়েছে। এরপর আর দেরি না করে চাপড়া থানার পুলিশের একটি দল দ্রুত দিঘা পৌঁছায়।

দিঘা থানার পুলিশের সহযোগিতায় চাপড়া থানার পুলিশ দল তিন ছাত্রকে অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে। তাদের চাপড়ায় ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

সমুদ্র দেখার শখ:

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তিন ছাত্রের সমুদ্র দেখার প্রবল শখ ছিল। সেই শখ পূরণের জন্যই তারা হাত খরচের টাকা জমিয়ে চুপিচুপি দিঘা পাড়ি দিয়েছিল। পুলিশ দ্রুত তাদের উদ্ধার করায় পরিবারগুলিতে স্বস্তি ফিরেছে এবং তারা চাপড়া থানাকে ধন্যবাদ জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy