বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই আলোচনায় রয়েছেন সোনালি খাতুন। এবার তাঁর সঙ্গে সরাসরি দেখা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, চলতি সপ্তাহের ১৯ বা ২০ ডিসেম্বর কালীঘাটে সোনালির সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক। তবে এই সাক্ষাতের মাঝেই দুশ্চিন্তা বাড়াচ্ছে সোনালির শারীরিক পরিস্থিতি।
ফের হাসপাতালে সোনালি: জানা যাচ্ছে, বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার হঠাৎ পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে ফের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সোনালির শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, তাই তাঁকে ‘স্পেশাল অবজারভেশনে’ রাখা হয়েছে। বর্তমানে তাঁর পরিবারের সদস্য ছাড়া বাইরের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
অভিষেকের বিশেষ উদ্যোগ: সোনালি বিবির বাংলাদেশ যাত্রা এবং সেখানে তাঁর অভিজ্ঞতা নিয়ে রাজ্য রাজনীতিতে যথেষ্ট চর্চা হয়েছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালির থেকে সরাসরি সেই সমস্ত পরিস্থিতির কথা শুনতে চান এবং তাঁকে সবরকম সাহায্যের আশ্বাস দিতে চান। অসুস্থ সোনালি সুস্থ হয়ে উঠলেই তাঁকে কালীঘাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হচ্ছে।
সোনালির বর্তমান অবস্থা: রামপুরহাট হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ ধকল এবং মানসিক চাপের কারণেই সোনালি ফের অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক পরীক্ষা করছেন। ১৯ বা ২০ তারিখের মধ্যে তিনি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাবেন কি না, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন।
সম্পাদকের নোট: রাজনৈতিক মহলের মতে, সোনালির সঙ্গে অভিষেকের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি এবং সেখানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ইস্যুতে তৃণমূলের অবস্থান আরও স্পষ্ট হতে পারে এই আলোচনার পর।