অসমে নিষিদ্ধ বহু বিবাহ! তীব্র বিতর্কের মুখে ‘প্রিভেনশন অফ পলিগ্যামি অ্যাক্ট, ২০২৫’ পাশ, ১০ বছরের জেলের বিধান

পূর্ব ঘোষণা অনুযায়ী, অসমে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সরকারপক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের জোরে প্রিভেনশন অফ পলিগ্যামি অ্যাক্ট, ২০২৫ (Prevention of Polygamy Act, 2025) বিলটি পাশ হয়ে গিয়েছে। এই আইন পাশের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দিনটিকে ‘ঐতিহাসিক’ বলে ঘোষণা করেছেন। তাঁর মতে, এই আইন অসমের নারীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করবে।

নতুন আইনের বিধান ও বিরোধিতা:

সাজা: নতুন আইনে নিয়মবহির্ভূতভাবে কেউ একাধিক বিয়ে করলে ন্যূনতম সাজা ১০ বছরের জেল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে।

বিরোধিতা: বিলটি পাশ হওয়ার আগে বৃহস্পতিবার বিধানসভায় তুমুল বিতর্ক হয়। একাধিক মুসলিম বিধায়ক দাবি করেন, এর ফলে সংখ্যালঘুদের ব্যক্তিগত অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তাঁদের বক্তব্য, মুসলিম পার্সোনাল ল (Muslim Personal Law) রাজ্য আইনের ঊর্ধ্বে এবং রাজ্য আইনে যা নিষিদ্ধ, তা কেন্দ্রীয় আইনে বৈধ। তাই মামলা হলে আদালত রাজ্যের আইনকে গ্রাহ্য করবে না।

বহু বিবাহ নিষিদ্ধকরণ ও জনসংখ্যা নিয়ন্ত্রণ:

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগী হয়েছেন। অসম সরকারের দাবি, রাজ্যে বহু বিবাহের গড় হার ১.৮ হলেও, মুসলিমদের মধ্যে সেই হার হল ৩.৬, যা অন্য ধর্মাবলম্বীদের তুলনায় বেশি।

সরকার যুক্তি দিয়েছে যে বহু বিবাহ বন্ধ করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগের সঙ্গে এই আইন সংযুক্ত। যদিও বিরোধীদল এবং মুসলিম সমাজ প্রথম থেকেই অভিযোগ করছে যে অসমের বিজেপি সরকার শুধুমাত্র তাদেরকেই টার্গেট করেছে।

অভিন্ন দেওয়ানি বিধির চ্যালেঞ্জ:

মুসলিম বিধায়কদের আপত্তির জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি সরকারের মন্ত্রীরা ঘোষণা করেন যে, যদি মুসলিম পার্সোনাল ল অসমের আইন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়, তবে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code – UCC) বলবৎ করা হবে। তখন আর ব্যক্তিগত আইনের সুবিধা পাওয়া যাবে না।

মুখ্যমন্ত্রী হানিফ চ্যালেঞ্জের সুরে বলেন, “বিরোধীরা আমাকে আটকাতে না পারলে অভিন্ন দেওয়ানি বিধিও বলবৎ হবে অসমে।” প্রসঙ্গত, উত্তরাখণ্ডে গত বছর অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে এবং উত্তরপ্রদেশ, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান ও অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে এটি চালু করার ভাবনা রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy