অসমের নওগাঁ জেলার কামপুরের কাছে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারাল ৭টি হাতি। শনিবার ভোররাত ২টো ১৫ মিনিট নাগাদ উত্তর-পূর্ব রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ-কামপুর সেকশনে ঘটে এই শিউরে ওঠা ঘটনা। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭টি হাতির মৃত্যু ছাড়াও একটি হস্তিশাবক গুরুতর জখম হয়েছে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন সহ ৫টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।
কুয়াশা ও এমার্জেন্সি ব্রেক: রেল সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে চালক অনেক দেরিতে লাইনের ওপর থাকা হাতির পালটিকে দেখতে পান। চালক দ্রুত এমার্জেন্সি ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। প্রচণ্ড গতিতে থাকা ট্রেনটি হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়েই রেলের জেনারেল ম্যানেজার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছোটেন। ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের উদ্ধার করে সকাল ৬টা ১১ মিনিট নাগাদ গুয়াহাটির উদ্দেশ্যে পাঠানো হয়।
বিপর্যস্ত ট্রেন চলাচল: এই দুর্ঘটনার জেরে ৯টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১৩টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল জানিয়েছে, যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কোনো চিহ্নিত হাতি চলাচলের পথ (Elephant Corridor) ছিল না। বর্তমানে ওই লাইনের ট্রেনগুলিকে আপ লাইন দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে এবং যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতির কাজ চলছে।