অশোক দিন্দাকে ঘিরে ‘মেসি’ বিতর্ক! ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে কড়া বাউন্সার অজিঙ্ক-তারকার

ফুটবল সম্রাট লিওনেল মেসিকে নিয়ে করা এক মন্তব্যকে কেন্দ্র করে এবার মুখোমুখি সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে নিশানা করে সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, খেলা ও খেলোয়াড়দের অপমান করছেন দিন্দা। পাল্টা আক্রমণ শানাতে দেরি করেননি ময়দানের এই ‘বডিলাইন’ পেসারও।

তৃণমূলের আক্রমণের জবাবে এদিন মেজাজ হারিয়ে অশোক দিন্দা বলেন, “যাঁরা খেলাধুলার কিছুই বোঝেন না, তাঁরাই আজ নীতি কথা শেখাতে আসছেন। তৃণমূলের কাজই হলো সব বিষয়ে রাজনীতি ঢোকানো।” মেসি প্রসঙ্গে তাঁর মন্তব্যকে তৃণমূল ভুলভাবে ব্যাখ্যা করছে বলে দাবি বিধায়কের। তিনি আরও যোগ করেন, “আমার লড়াই ময়দানে ছিল, এখন মানুষের জন্য রাজপথে আছে। এই ধরণের সস্তা রাজনীতি দিয়ে আমাকে দমানো যাবে না।” মেসি-কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতির এই নতুন ‘পিচ’ এখন সরগরম, যেখানে এক পক্ষ বাউন্সার দিলে অন্য পক্ষ পাল্টা কভার ড্রাইভে ব্যস্ত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy