অশোকনগরে মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় প্রাক্তন সেনাকর্মীকে মারধর, জেল-খাটা যুবক গ্রেফতার, নিরাপত্তাহীনতায় ভুগছেন আক্রান্ত

উত্তর ২৪ পরগনার অশোকনগরে মহিলাদের পিকনিকে কটূক্তির প্রতিবাদ করায় এক প্রাক্তন সেনাকর্মীকে বেধড়ক মারধর করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনা ও আক্রমণ:

জানা গিয়েছে, অশোকনগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কয়েকজন মহিলা পিকনিক করছিলেন। সেই সময় রাহুল দেবনাথ ও তার কয়েকজন সঙ্গী মত্ত অবস্থায় সেখানে এসে মহিলাদের কটূক্তি করতে শুরু করে।

এই বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত সেনাকর্মী কিরণ চট্টোপাধ্যায়। অভিযোগ, কটূক্তির প্রতিবাদ করতেই রাহুল দেবনাথ কিরণ চট্টোপাধ্যায়ের ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের জেরে কিরণের নাক ও মুখে আঘাত লাগে। ঘটনায় এক ১৪ বছরের নাবালকও আহত হয়। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করা হয় এবং কিরণ চট্টোপাধ্যায়কে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্তের পূর্বের রেকর্ড:

প্রাথমিক চিকিৎসার পর কিরণ চট্টোপাধ্যায় অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত রাহুল দেবনাথকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, রাহুল দেবনাথের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।

  • এর আগে অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং জেল খাটার পর সে সম্প্রতি ছাড়া পায়।

  • জেল থেকে বেরিয়ে এসেই সে এলাকায় ফের অশান্তি শুরু করেছে বলেও অভিযোগ।

আক্রান্তের বক্তব্য ও পুলিশের পদক্ষেপ:

আক্রান্ত প্রাক্তন সেনাকর্মী কিরণ চট্টোপাধ্যায় বলেন, “আমি ১৮ বছর দেশের সুরক্ষায় কাজ করেছি। জীবনের ভয় কখনও পাইনি। কিন্তু অভিযুক্তের হুমকিতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর জানান, মারধরের ঘটনায় রাহুল দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পূর্বের অপরাধের রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনায় যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy