অশিক্ষক কর্মী নিয়োগে ঐতিহাসিক রায়, বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার অনুমতি দিল হাইকোর্ট!

অশিক্ষক কর্মী (Group C ও ক্লার্ক) নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, স্কুল সার্ভিস কমিশনকে (SSC) অবশ্যই ‘দাগি’ নয় এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে।

বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন যে, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাঁদের বয়সে ছাড়ের বিষয়টি স্কুল সার্ভিস কমিশন আটকাতে পারে না। আগামী নিয়োগে তাঁদের বয়সে ছাড় দিতেই হবে।

বিচারপতির গুরুত্বপূর্ণ মন্তব্য ও নির্দেশ
বিচারপতি অমৃতা সিনহা এদিন উল্লেখ করেন, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাঁদেরও চাকরি না পাওয়ার কারণ ‘দাগি’দের অবৈধ নিয়োগ হতেই পারে। সেই কারণে, দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

বিচারপতি কমিশনকে স্পষ্ট নির্দেশ দেন:

‘দাগি’দের চিহ্নিত করা: এসএসসি-কে দ্রুত ‘দাগি’ নন এমন প্রার্থীদের তালিকা বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

বয়সে ছাড়: ‘দাগি’ নয় এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।

মামলার প্রেক্ষাপট ও সুপ্রিম কোর্টের রায়
এই মামলাকারীরা ছিলেন ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়া অশিক্ষক কর্মী। তাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়।

তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ‘দাগি’ না হলে তাঁরা পুনরায় পরীক্ষায় বসতে পারবেন এবং তাঁদের বয়সে ছাড় দিতে হবে। গ্রুপ ডি ও ক্লার্কদের ক্ষেত্রেও এই সুবিধার কথা বলা হয়েছিল। এই বয়সের ছাড়ের সুযোগ চেয়েই মামলাকারীরা হাইকোর্টে এসেছিলেন।

আইনজীবী ফিরদৌস শামিম আদালতে আর্জি জানান যে, দাগি নয় এমন প্রার্থীকে বয়সে ছাড় দিতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে।

ফর্ম জমা দেওয়ার সময় বৃদ্ধি
মামলার প্রেক্ষিতে আদালত ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ থেকে বাড়িয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত করেছে। এর ফলে এই মামলাকারীরা এখন বয়সের ছাড় নিয়ে আগামী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy