মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার ওয়ালওয়া তালুকে এক নাবালিকাকে গণধর্ষণের শিউরে ওঠা ঘটনা সামনে এসেছে। গত ১৬ ডিসেম্বর রাতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে তাঁর পূর্বপরিচিত হৃত্বিক মহাপুরে এবং তার বন্ধু আশিস খাম্বে ফুঁসলিয়ে একটি নির্জন আখের ক্ষেতে নিয়ে যায়। সেখানে কিশোরীকে বেল্ট দিয়ে মারধর করার পর তারা গণধর্ষণ করে এবং কিশোরীকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
কনকনে ঠান্ডায় কয়েক ঘণ্টা ওই অবস্থায় পড়ে থাকার পর, রাত সাড়ে ১১টা নাগাদ অদম্য সাহসে প্রায় ১ কিলোমিটার পথ হেঁটে গ্রামের মুখে পৌঁছায় নির্যাতিতা। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত হৃত্বিক মহাপুরে একজন দাগি অপরাধী, যার বিরুদ্ধে এর আগে খুন ও চুরির মতো একাধিক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।