‘অভিষেক বেরোলেই কি বিজেপি ভয় পায়?’ চপার-কাণ্ডে গেরুয়া শিবিরকে তুলোধোনা কুণালের

মঙ্গলবার বীরভূমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে কেন্দ্র করে হেলিকপ্টার বিতর্ক তুঙ্গে। বেহালা ফ্লাইং ক্লাব থেকে তাঁর হেলিকপ্টার ওড়ার অনুমতি না পাওয়ায় শেষমেশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে বীরভূম পৌঁছান অভিষেক। এই ঘটনাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “কুয়াশা থাকলেও দৃশ্যমানতা ছিল। অভিষেক বেরোলেই বিজেপি ভয় পায়, তাই তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে।”

প্রধানমন্ত্রীর ঘনঘন বঙ্গ সফরকেও তীব্র কটাক্ষ করেছেন কুণাল। তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কেন বারবার খালি হাতে বাংলায় আসছেন? বাংলার বকেয়া ২ লক্ষ কোটি টাকা সঙ্গে করে আনছেন না কেন? কুণাল হুঁশিয়ারি দিয়ে বলেন, মোদী-শাহ যতবার বাংলায় আসবেন, মানুষ ততবার বঞ্চনার কথা মনে করে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। পাশাপাশি, ভোটার তালিকায় ‘এসআইআর’ বা তথ্যগত গরমিলের অভিযোগে অমর্ত্য সেন, মহম্মদ শামি, দেব এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজদের তলব করা নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে কোটি কোটি নাম বাদ গেলেও বিজেপি চুপ, অথচ বাংলায় বিশিষ্টদের লাইনে দাঁড় করিয়ে হেনস্তা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy