হারিয়ে যেতে যেতেও ফিনিক্স পাখির মতো ফিরে এলেন ঈশান কিষান। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪-এর ডিসেম্বর—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটল ঝাড়খণ্ডের এই বিস্ফোরক ওপেনারের। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া, রাহুল দ্রাবিড়ের সঙ্গে মনোমালিন্যের জল্পনা এবং নটিংহ্যামশায়ারে বাইক দুর্ঘটনায় গুরুতর চোট; ঈশানের কেরিয়ার যখন খাদের কিনারায়, ঠিক তখনই জবাব দিল তাঁর ব্যাট।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংসে ৫১৭ রান এবং ফাইনালে ৪৯ বলে বিধ্বংসী সেঞ্চুরি নির্বাচকদের বাধ্য করল ঈশানকে নিয়ে ভাবতে। অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ জনের দলে তাঁকে সুযোগ দিয়েছে। অবাক করার মতো বিষয় হলো, বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আগামী ২১ জানুয়ারি নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফের নীল জার্সিতে দাপট দেখাতে নামবেন ঈশান। জেদ আর পারফরম্যান্সের জোরেই যেন ফের ড্রেসিংরুমে নিজের সিংহাসন ফিরে পেলেন তিনি।