চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া, অথচ দু-চোখে বিশ্বজয়ের স্বপ্ন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের ফতেপুর গ্রামের বাসিন্দা আকাশ ডোম প্রমাণ করে দিল যে, কঠোর পরিশ্রম আর একাগ্রতা থাকলে অভাব কোনও বাধা নয়। আন্তঃরাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ খো-খো বিভাগে বাংলা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে আকাশ। ভ্যানচালক বাবার বড় ছেলের এই সাফল্যে এখন খুশির মেজাজ গোটা জেলায়।
তবে এই সাফল্যের মাঝে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল মধ্যপ্রদেশের জব্বলপুরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়ার খরচ। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যখন আকাশের যাত্রা থমকে যাওয়ার উপক্রম হয়, তখনই দেবদূতের মতো পাশে দাঁড়ান ইন্দাস ব্লকের তৃণমূল নেতৃত্ব। দলের তরফে আকাশকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁর যাবতীয় খরচের দায়িত্ব নেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণি থেকেই খো-খো খেলার প্রতি আকাশের যে প্যাশন ছিল, তাকে সম্মান জানিয়ে মা জ্যোৎস্না ডোমও বাড়ি-ঘর বিক্রি করতে পিছপা হননি। আজ সেই লড়াই সার্থক হতে চলায় আকাশ ও তাঁর পরিবার শিক্ষক থেকে শুরু করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।