ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি নেতা অর্জুন সিংহ সম্প্রতি SIR (Special Integrated Revision)-এর ঘোষণার পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি সরাসরি দাবি করেছেন যে, ব্যারাকপুর বিধানসভা এলাকার নির্দিষ্ট কিছু ওয়ার্ডে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন।
ব্যারাকপুরে ৪০০ পাকিস্তানি বসবাস!
বিজেপি নেতা অর্জুন সিংহ অভিযোগ করেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলে, বিশেষ করে ব্যারাকপুর বিধানসভার ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০০-রও বেশি পাকিস্তানি অবৈধভাবে বাস করছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন:
“ব্যারাকপুর শিল্পাঞ্চলে, শুধু ব্যারাকপুরের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় ৪০০ এর উপর পাকিস্তানি আছে।”
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবি:
অর্জুন সিংহ দাবি করেছেন যে, SIR (স্পেশাল ইন্টিগ্রেটেড রিভিশন)-এর মাধ্যমে এই সমস্ত অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। তিনি তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন:
“সকলের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। কোনও অবৈধ ভোটারকে বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।”
অবৈধ ভোটারদের তালিকা নিয়ে অভিযোগ:
SIR প্রক্রিয়ার মাধ্যমে ঠিক কোন ধরনের ভোটারদের নাম বাদ দেওয়া উচিত, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন সিংহ একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন যে SIR-এ শুধুমাত্র নাম বাতিল করাই উদ্দেশ্য নয়, বরং অবৈধ ভোটারদের চিহ্নিত করা হবে। তিনি প্রশ্ন তোলেন:
“SIR -এ যারা অবৈধ ভোটার আছেন, যারা মারা গেছেন, যাদের তিনটে নাম আছেন, যারা বাংলাদেশের নাগরিক, তাঁদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে,…”
“কাবুলিওয়ালা যারা কাজাকিস্তান থেকে এসেছেন, তাঁদের ভোটার লিস্টে নাম থাকবে কেন, বাংলাদেশে ভোটার লিস্টে যাদের নাম আছে, তাঁদের এখানে নাম থাকবে কেন?”
তিনি আরও দাবি করেন যে, ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন কমিশন থেকে সব তথ্য নিয়ে এসেছে, যা প্রমাণ করে যে অনেকের নাম সেদেশেও ভোটার তালিকায় রয়েছে।
অর্জুন সিংহ জোর দিয়ে বলেন, যদি এদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তারা বৈধ ভোটার থাকেন না। ব্যারাকপুরের ভোটার তালিকা নিয়ে তাঁর এই বিস্ফোরক অভিযোগ ঘিরে স্থানীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।