অবশেষে সিলমোহর, তেজস্বী যাদবই বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, নীতীশের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়লেন গেহলট

পাটনা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর নেতা তেজস্বী যাদবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামী ৬ এবং ১১ নভেম্বর—দু’টি ধাপে বিহারে ভোট হওয়ার কথা।

বৃহস্পতিবার ইন্ডিয়া জোটের যৌথ সাংবাদিক সম্মেলনে প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট এই ঘোষণা করেন। গ্র্যান্ড অ্যালায়েন্সে চলা উত্তেজনা প্রশমিত করার একদিন পরই কংগ্রেস হাই কমান্ড অশোক গেহলটকে পাটনায় পাঠিয়েছিল।

সাংবাদিক সম্মেলনে গেহলট বলেন, “খাড়গে জি, রাহুল জি এবং এখানে উপস্থিত অন্যান্য নেতাদের সঙ্গে পরামর্শ করার পর সিদ্ধান্ত হয়েছে যে তেজস্বী যাদবই এই নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তিনি একজন তরুণ ব্যক্তি। তাঁর একটি দীর্ঘ ভবিষ্যৎ রয়েছে এবং জনতা তাঁকে সমর্থন করবে।”

অশোক গেহলট আরও বলেন যে বেকারত্ব সহ একাধিক সমস্যায় জর্জরিত বিহারের মানুষ পরিবর্তন চান। তিনি মন্তব্য করেন, কেন্দ্রে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) সরকার যেভাবে কাজ করছে, তা “গণতন্ত্রের জন্য একটি হুমকি।”

গেহলট যোগ করেন, “দেশের এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। পরিস্থিতি গুরুতর। এনডিএ সরকার যেভাবে কাজ করছে, তা গণতন্ত্রের জন্য একটি হুমকি। মেরুকরণ চলছে। দেশ কোন দিকে যাচ্ছে, কেউ জানে না। সমালোচনা করলেই জেলে পাঠানো হয়—আপনি সাংবাদিক হোন বা সমাজকর্মী। দেশের মানুষ কী চায়, তা মাথায় রাখা আমাদের দায়িত্ব। দেশ বিহারের দিকে তাকিয়ে আছে। বেকারত্বের ইস্যু এখনও রয়ে গেছে। মানুষ পরিবর্তন চায়।”

সংবাদ সম্মেলনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব বলেন, “আমরা সরকার গড়ার জন্য নয়, বিহারের উন্নয়নের জন্য কাজ করতে হাত মিলিয়েছি… লালু যাদব, রাবড়ি দেবী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং অন্যদের ধন্যবাদ জানাই মহাজোটের ওপর আবারও ভরসা রাখার জন্য। আমরা একজোট হয়ে এনডিএ-র এই ‘ডবল ইঞ্জিন সরকার’কে তাড়াব, যার একটি ইঞ্জিন দুর্নীতি এবং অন্য ইঞ্জিন অপরাধ।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy