মঙ্গলবার রাতে গোঘাট থানা এলাকায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি নম্বর প্লেটহীন পিকআপ ভ্যানকে ধাওয়া করে মদিনা বিএড কলেজ এলাকা থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বন্দুক, গুলি ছাড়াও লোহার রড, সাবল ও লোহা কাটার আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ধৃতদের নাম শেখ আমির (ঠাকুরপুকুর), দেবাশী মন্ডল (উস্তি), বিশ্বজিৎ মন্ডল (বারুইপুর) এবং রাহুল ঘোষ (নোদাখালি)। পুলিশ জানিয়েছে, গাড়িটি থামানোর সঙ্কেত দিলে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়। ধৃতদের বুধবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।