শারীরিক সীমাবদ্ধতা যে মেধার পথে বাধা হতে পারে না, তা আরও একবার প্রমাণ করল উত্তর ২৪ পরগনার ‘গুমা প্রেরণা অডিও লাইব্রেরি’। দৃষ্টিহীন দাবাড়ুদের জন্য তারা তৈরি করেছে এক বিশেষ অডিও বই, যার মাধ্যমে কানে শুনেই দাবার চাল রপ্ত করতে পারবেন প্রতিযোগীরা। সম্প্রতি এই অডিও বইটি অল ইন্ডিয়া চেস ফেডারেশনের হাতে তুলে দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের মতে, দাবার ৬৪টি ঘর সবার জন্য সমান। এই অডিও বইয়ের মাধ্যমে নৌকার চাল, ঘোড়ার আড়াই ঘর লাফ কিংবা রাজা-রানির সূক্ষ্ম কৌশলগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফলে স্পর্শ আর শ্রবণশক্তির উপর ভর করেই সাধারণ দাবাড়ুদের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে পারবেন দৃষ্টিহীনরা। লাইব্রেরির সভাপতি তারক চন্দ্র জানান, আগে উচ্চশিক্ষার জন্য অডিও লাইব্রেরি থাকলেও দাবার জন্য এমন কোনো দিশা ছিল না। এবার দক্ষ খেলোয়াড়দের নকশা সংগ্রহ করে তা অডিও আকারে পৌঁছে দেওয়া হচ্ছে দেশের আনাচে-কানাচে। এই উদ্যোগ আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দৃষ্টিহীন দাবাড়ুদের আত্মবিশ্বাস আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে।