অধ্যাপকদের পেনশনে কোপ? অবসরের টাকা নিয়ে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগে উত্তাল রাজ্য!

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা কেড়ে নেওয়ার এক ‘গভীর ষড়যন্ত্র’ চলছে—এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরব হলেন শিক্ষক সংগঠনগুলি। পেনশন, গ্র্যাচুয়িটি এবং লিভ এনক্যাশমেন্টের দীর্ঘকালীন নিয়ম আচমকা বদলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষা মহলে।

জুটা (JUTA), কুটা (CUTA)-র মতো প্রভাবশালী সংগঠনগুলির দাবি, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার কেড়ে নিয়ে ‘DPPG’ ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পেনশন নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। বর্তমানে অবসরের পর পূর্ণাঙ্গ সুবিধা মিললেও, নতুন প্রস্তাবে মাত্র ৭৫ শতাংশ টাকা ‘প্রভিশনাল’ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। বাকি ২৫ শতাংশ আদৌ মিলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিক্ষকদের বক্তব্য, বেশি বেতনের চাকরি ছেড়ে ভবিষ্যতের নিরাপত্তার টানেই তাঁরা এই পেশায় এসেছিলেন, এখন সেই অধিকারে হাত দিলে আর্থিক বিপর্যয় নেমে আসবে। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার এবং ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে একজোট হয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপক সংগঠনগুলি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy