অদ্ভুত কাণ্ড বাদুড়িয়ায়! ২০০২ সাল থেকে ভোটার হলেও খসড়া তালিকায় ৭ জনকেই দেখানো হলো ‘নিখোঁজ’

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চাত্রা পঞ্চায়েতের ১৫ নম্বর বুথে এক চরম গাফিলতির ছবি সামনে এল। একই পরিবারের ৭ জন সদস্যের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম থাকলেও, নতুন ইনভেস্টিগেশন রিপোর্টে (SIR) তাঁদের ‘নিখোঁজ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, তাঁরা এলাকাতেই বসবাস করেন এবং নিয়ম মেনে সঠিকভাবে ফর্ম ফিলাপ করেছিলেন। তবুও কেন তাঁদের নাম বাদ পড়ল, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পরিবারগুলি। এই ঘটনার দায় ঝেড়ে ফেলে বিএলও (BLO) দাবি করেছেন, সার্ভার ডাউন থাকা এবং বিডিও অফিসের সমস্যার কারণেই এই বড়সড় ভুল হয়েছে। তবে ভোটার তালিকা থেকে এভাবে নাম বাদ যাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy