অঙ্গনওয়াড়ি না কি নরককুণ্ড! ক্লাবে পঠনপাঠন আর কলাতলায় রান্না, কাটোয়ার শিশুদের করুণ দশা

শিশুদের অক্ষরজ্ঞান আর পুষ্টির প্রথম ধাপ হওয়ার কথা যেখানে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিই এখন চরম অবহেলার শিকার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের ২৮৮টি কেন্দ্রের মধ্যে মাত্র ৭১টির নিজস্ব পাকা ভবন রয়েছে। বাকি ২১৭টি কেন্দ্র চলছে কোথাও গোয়ালঘরে, কোথাও ক্লাব ঘরে, আবার কোথাও রাস্তার ধারের অস্বাস্থ্যকর পরিবেশে।

সবথেকে ভয়াবহ চিত্র ধরা পড়েছে রান্নার ক্ষেত্রে। নিজস্ব ঘর না থাকায় কোথাও রাস্তার ধারে অস্থায়ী ছাউনিতে, আবার কোথাও কলাতলায় খোলা আকাশের নীচে শিশুদের জন্য খাবার তৈরি হচ্ছে। আলমপুরের একটি কেন্দ্র যেমন দীর্ঘদিন ধরে চলছে পার্টি অফিসে, তেমনই অন্য একটি কেন্দ্রের পঠনপাঠন চলে ঠাকুরমণ্ডপে। বর্ষাকালে ভিজে ভিজে রান্না করতে হয় কর্মীদের। স্থানীয় প্রশাসনের দাবি, উপযুক্ত জায়গার অভাবেই নতুন ভবন তৈরি করা যাচ্ছে না। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ অভিভাবকরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy