৭০০০ নিটস ব্রাইটনেস, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫, ভারতে আসছে Realme-এর ‘বিস্ট’ GT 8 Pro!

১ নভেম্বর: ফ্ল্যাগশিপ ফোনের বাজারে ঝড় তুলতে প্রস্তুত Realme। সংস্থার পরবর্তী প্রিমিয়াম স্মার্টফোন Realme GT 8 Pro নভেম্বরেই ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি, তবে টিপস্টার এবং চীনের লঞ্চের তথ্যের ভিত্তিতে ফোনটির স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে, যা টেক-প্রেমীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি করেছে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Realme GT 8 Pro-তে থাকতে পারে একাধিক চোখ ধাঁধানো ফিচার। এর মধ্যে অন্যতম হলো ৬.৭৯ ইঞ্চির QHD+ AMOLED ফ্লেক্সিবল ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং অবিশ্বাস্য ৭,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। চরম আলোতেও ডিসপ্লে হবে ক্রিস্টাল ক্লিয়ার।

পারফরম্যান্সের দিক থেকে এটি হবে একটি দৈত্য। ফোনটি কোয়ালকমের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী চিপসেট Snapdragon 8 Elite Gen 5 দ্বারা চালিত হবে। সঙ্গে থাকবে ১২০W ফাস্ট চার্জিং সহ একটি বিশাল ৭,০০০mAh ব্যাটারি।

ক্যামেরা বিভাগেও Realme এইবার বড় চমক নিয়ে আসছে। ফোনটিতে Ricoh GR-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মূল আকর্ষণ হল একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর থাকার কথা। এর সবচেয়ে অভিনব বৈশিষ্ট্য হলো এর বদলানো-যাওয়ার মতো ক্যামেরা মডিউল (Swappable Camera Module), যা ব্যবহারকারীদের ডিজাইনে নতুনত্ব দেবে।

ভারতে এই ফোনটির দাম ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। Flipkart এবং সংস্থার অনলাইন স্টোরের মাধ্যমে এটি বিক্রি হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy