“৫০ লক্ষ রোহিঙ্গার বদলে ১ লক্ষ মতুয়া ভোট না দিলে ক্ষতি নেই!” শান্তনু ঠাকুরের মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি

নাগরিকত্ব এবং ভোটার তালিকায় নাম তোলা নিয়ে মতুয়া সম্প্রদায়ের অন্দরে এখন প্রবল সংশয়। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আশ্বাস দিলেও, ‘সার্টিফিকেট’ এবং ‘ভোটাধিকার’ নিয়ে ধন্দ কাটছে না বহু মানুষের। প্রশ্ন উঠছে, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর কি সত্যিই ভোটার তালিকায় নাম তোলা সহজ হবে? নাকি সেখানেও বাধা হয়ে দাঁড়াবে এসআইআর (SIR)?

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শান্তনু ঠাকুরের একটি মন্তব্য নতুন করে ঘি ঢেলেছে বিতর্কে। তিনি সাফ জানিয়েছেন, “৫০ লক্ষ রোহিঙ্গাকে আটকাতে যদি এক লক্ষ মতুয়া ভোট দিতে না পারেন, তবে তাতে কোনো অসুবিধা নেই।” তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পাল্টা তোপ দেগেছেন তৃণমূল নেত্রী তথা বড়মার উত্তরসূরি মমতাবালা ঠাকুর। তাঁর অভিযোগ, শান্তনু ঠাকুর মতুয়াদের নাগরিকত্বের স্বপ্ন দেখিয়ে আসলে তাঁদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। একদিকে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘসূত্রিতা, আর অন্যদিকে ভোটাধিকার হারানোর ভয়— এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট মতুয়ারা এখন দিশেহারা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy