৩ বছরেই বিস্ময় বালিকা! ৫০০ ইংরেজি শব্দ থেকে সংস্কৃত শ্লোক— পটাশপুরের খুদে ইশারার কীর্তিতে হতবাক বিশ্ব

পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের খুড়ুই কোটবাড় গ্রামের ৩ বছর বয়সী ইশারা মহাপাত্র এখন শুধু পরিবারের নয়, গোটা রাজ্যের গর্ব। যে বয়সে শিশুরা ঠিকমতো কথা বলতে শেখে না, সেই বয়সে সাবলীলভাবে সংস্কৃত শ্লোক থেকে শুরু করে ৫০০-র বেশি ইংরেজি শব্দ বলে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে সে। জেনারেল নলেজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স— সব বিষয়ই ইশারার নখদর্পণে।

আন্তর্জাতিক সম্মানে ভূষিত: গত বছর ‘আই-বি-আর অ্যাচিভার’ স্বীকৃতি পাওয়ার পর, ২০২৫ সালে ইশারা জিতে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড’। মাল্টি-ট্যালেন্ট বিভাগে তাকে ‘রাইজিং স্টার’ তকমা দেওয়া হয়েছে। লন্ডনের একটি আন্তর্জাতিক সংস্থার অনুমোদনে চেন্নাইয়ের থারামানি রিজিওনাল অফিস থেকে এই বিরল সম্মানের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ইশারার বাড়িতে পৌঁছে গেছে মেমেন্টো, মেডেল ও শংসাপত্র।

ইশারার অবিশ্বাস্য প্রতিভা:

স্মৃতিশক্তি: ৫০০-র বেশি ইংরেজি শব্দ এবং বিভিন্ন দেশের জাতীয় পতাকা অনায়াসেই চিনতে পারে।

বহুমুখী দক্ষতা: বাংলা ছড়া, ইংরেজি রাইমস এবং কঠিন সংস্কৃত স্তব-স্তোত্র সে পাঠ করে সাবলীলভাবে।

শিক্ষাগত মেধা: পাজল সলভ করা, কিডস ম্যাথ এবং বিখ্যাত মনীষীদের ছবি দেখে চিনে নেওয়ার ক্ষমতা তার অসাধারণ।

সংস্কৃতি: পড়াশোনার পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া এবং নাচের তালে পা মেলাতেও সে পারদর্শী।

ইশারার বাবা সৌভিক মহাপাত্র একজন প্রাথমিক শিক্ষক। তিনি জানান, মেয়ের এই সহজাত প্রতিভাকে সঠিক পথে চালিত করাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। প্রতিবেশীদের চোখে ইশারা এখন এক ‘বিস্ময় প্রতিভা’।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy